গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে মসজিদের ইমামকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে রবিবার রাতে উপজেলার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে। নিহত বোরহান উদ্দিন গোলাবাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, উপজেলার লংগাইর ইউনিয়নের কোণাপাড়া আমতলী জামে মসজিদের ইমাম বোরহান উদ্দিন রবিবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কাজা-গোলাবাড়ি সড়কের ব্রীজ এলাকায় একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে। সোমবার সকালে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পাগলা থানায় খবর দেয়। পরে নিহতের স্বজনরা এসে লাশ বোরহান উদ্দিনের বলে সনাক্ত করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপরাধীদের কোনও ঘটনা দেখে ফেলায় ইমাম সাহেব খুন হতে পারে। তদন্ত ছাড়া এ মুহুর্তে আর কিছু বলা যাবে না।