নানা আয়োজনে কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম ও জাতীয় শিশু দিবস পালন

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : নানা আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

Kishoreganj (Bangabandhu's Birthday Rally)-17-03-2015=
জেলা প্রশাসন আয়োজিত র‌্যালি

জেলা প্রশাসন আয়োজিত র‌্যালিতে সংরক্ষিত মহিলা আসনের এমপি দিলারা বেগম, জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিছুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আসাদউল্লাহ, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বাশিরউদ্দিন ফারুকী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এরপর শিল্পকলা মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ওপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। শিল্পকলা প্রাঙ্গণে সারাদিনব্যাপী শিশু সমাবেশেরও আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, আমরা হব তাঁর আদর্শের উত্তরাধিকার’ প্রতিপদ্যের ওপর শিশুদের চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা, গল্প বলা, কবিতা আবৃত্তি ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রদর্শন করা হয় প্রামাণ্য চলচ্চিত্রও। এছাড়া আওয়ামী লীগসহ জেলার সকল উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নানারকম কর্মসূচি পালন করা হয়। সকালে শেখ রাসেল জাতীয় শিশু পরিষদ সদর উপজেলা শাখা আওয়ামী লীগ কার্যালয়ে ‘শিশুশ্রম বন্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি নূর খান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম।