নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনায় মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক শিশুসহ নারীপুরুষকে শেয়ালে কামরিয়ে আহত করেছে। আহতরা সবাই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে শেয়ালের কামড়ে আক্রান্তদের চিকিৎসা চলছে। হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, সকাল ছয়টার দিকে শহরের সাতপাই, বড়বাজার, উকিলপাড়া, তেরীবাজার, মোক্তারপাড়া, ছোটবাজারসহ কয়েকটি এলাকায় রাস্তায় চলাচলরত মানুষকে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ কামর দিয়ে দৌড়ে পালিয়ে যায় শেয়াল। এ সময় বঙ্গবন্ধুর জন্মদিনের র্যালিতে অংশ নিতে যাওয়া অনেকেই শেয়ালের কামড়ে আহত হন।
শেয়ালের কামড়ে আক্রান্তদের মধ্যে রয়েছেন নিউইর্য়ক প্রবাসী শহরের উকিলপাড়া নিবাসী বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার নিউইয়র্ক প্রতিনিধি কানু দত্ত, মোক্তারপাড়ার মিসেস গাজী মোজাম্মেল হোসেন টুকু, ছোটবাজারের মিসেস আনিছ খন্দকারসহ অর্ধশতাধিক নারী পুরুষ।
পৌর সভার উদ্যোগে শহরের উকিলপাড়া এলাকা থেকে একটি শেয়াল মারা হয়েছে, তবে এটিই সেই শোয়াল কিনা বা কয়টি শেয়াল আসলে মানুষকে কামড়াচ্ছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেনা। শহরে এক ধরনের ভয় ও আতংক বিরাজ করছে।