ভোলায় পিআইবির আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ

ভোলা থেকে আবু সাবিত: ভোলায় কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় পিআইবির আয়োজনে সাংবাদিকদের জন্য ‘দুর্যোগঝুঁকি  হ্রাস ও জলবায়ু পরিবর্তন-অভিযোজন’ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

bhola pic 1  16.3.15
পিআইবির আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ সমাপ্ত

সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক মো: শাহ আলমগীর। এ সময় তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সাংবাদিকদেরও অনেক বড় ভূমিকা রয়েছে। দুর্যোগ পরবর্তী সংবাদ যেমন করা হয় তেমনি দুর্যোগ পূর্ব সতর্কতামূলক সংবাদও করতে হবে। তা হলে দুর্যোগে জানমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ এম ফারুকুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: সফিকুল ইসলাম।