কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোঃ ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মিম (৪ মাস) নামের এক কন্যা শিশু চুরি হয়েছে।
চুরি হওয়া শিশু মিম কমলনগর উপজেলার তোরাবগঞ্জের বাসিন্দা নুরুল আমিনের কন্যা।
চুরি যাওয়া শিশুর ফুফু জানান, আমার কাছে এসে এক অজ্ঞাত নারী শিশুটিকে কোলে নেয়, এ সময়ে আমি ভাবিকে ডাকতে গেলে সে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
শিশুটির মা সামছুন নাহার জানান, আমি মীমকে টিকা দিয়ে আমার ননদ জাহানারা বেগমের কাছে রেখে ডা: আরিফের কক্ষে গেলে ফিরে দেখি আমার শিশু চুরি হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: আমিনুল ইসলাম মঞ্জু জানান, আউটডোরে চিকিৎসা নিতে আসা এক শিশু চুরি হয়েছে বলে জেনেছি। আমরা এ খোঁজ খবর নিচ্ছি। আশা করি শিশুটি পাওয়া যাবে।
কমলনগর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।