ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে বিএনপি। ঝিনাইদহ শহরের কলারহাট থেকে সকাল ৮টার দিকে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সুজনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে পবহাটি গিয়ে শেষ হয়।
সমাবেশের সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ, যুবনেতা নান্নু মুন্সি, তোফজ্জেল হোসেন, ইমরান শাহ, সাইদ মাহমুদ, তৈয়ব আলী, ছাত্রনেতা সাইদুর রহমান জাহিখ প্রমুখ। বক্তারা বলেন, হামলা মামলা করে বিএনপিকে দমানো যাবে না। তারা অবিলম্বে ২০ দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা থেকে মুক্তি ও সালাউদ্দিনকে ফেরত দেওয়ার দাবি জানান।