নেত্রকোনায় স্ত্রী খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো নেত্রকোনার  কেন্দুয়া উপজেলার স্বল্প মাইজহাটী গ্রামের রুবেল মিয়া।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৯ সালের ২৫ আগষ্ট সন্ধ্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রুবেল মিয়া তার স্ত্রী ফাতেমা খাতুনকে কাঁচি দিয়ে গলা কেটে খুন করে। ঘটনার পরদিন ২৬ আগষ্ট নিহতের বড় ভাই শফিকুল ইসলাম বাদি হয়ে রুবেলের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করে। ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করে। সাক্ষপ্রমাণ শেষে আদালত এই রায় দেন।