গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে মসজিদের ইমাম মো: বোরহান উদ্দিন হত্যা মামলায় লংগাইর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওর্য়াডের সাধারণ সম্পাদক রমজান আলীকে (৪০) গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পাগলা থানার এস আই হাবিবুর রহমান আওয়ামী লীগ নেতা রমজান আলীকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করেন।
সোমবার বিকেলে গোলাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে রমজান আলীকে আটক করে থানা পুলিশ। এদিকে মসজিদের ইমাম মো: বোরহান উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছোট ভাই এমদাদুল হক সোমবার রাতে অজ্ঞাতদের আসামি করে পাগলা থানায় একটি মামলা দায়ের করেন।
রবিববার রাতে উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের কাজা-কান্দি সড়কের শীলা নদীর ব্রীজের নিকট খুন হন লংগাইর কোনাপাড়া আমতলী মসজিদের ইমাম গোলাবাড়ি গ্রামের মো: বোরহান উদ্দিন (৩৫)। পাগলা থানার ওসি বদরুল আলম বলেন, গ্রেফতারকৃত রমজান আলীকে ইমাম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।