রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরের তাজহাট এরশাদ নগরে বাস খাদে পড়ে ৩ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ৪ যাত্রীর অবস্থা আশংকাজনক। পুলিশ জানায়, ঢাকা থেকে কুড়িগ্রামগামী যাত্রিবাহী নৈশ কোচ বিসমিল্লাহ পরিবহন বুধবার সকাল ৬টার দিকে রংপুর নগরীর তাজহাট এরশাদ নগর অতিক্রমকালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। এসময় বাসের চাপায় ১ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন যাত্রীর মৃত্যু হয়। নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।