শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তর শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফ্রি-ল্যান্সিং/আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স চালু করেছে। ভাতশালা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ১৮ মার্চ বুধবার ১৫ দিনব্যাপী এ আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।
এ প্রশিক্ষণে ডিজিটাল মার্কেটিং, ওয়েবপেজ ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে জেলার ২০ জন শিক্ষিত বেকার তরুণ-তরুণী অংশগ্রহণ করছে। শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের স্কিলস ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এ আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করা হয়েছে। ফ্রিল্যান্সার এসোসিয়েশন এতে কারিগরি সহযোগিতা প্রদান করছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ঘরে বসেই অনলাইনে ফ্রি-ল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে পারবে। এতে তাদের দক্ষতা উন্নয়ন ছাড়াও আত্মকর্মসংস্থান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. সালাহ উদ্দিন আহমেদ, কম্পিউটার প্রশিক্ষক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।