রংপুর থেকে জয়নাল আবেদীন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বিভাগীয় নগরী রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা: জাকির হোসেন কেক কেটে এক শিশুকে খাইয়ে জাতীয় শিশু দিবসের সূচনা করেন ।
সকাল ১০টায় রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির, জেলা প্রশাসক ফরিদ আহম্মেদ ,পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর টাউন হলে শেষ হয়। সেখানে প্রশাসনের আয়োজনে জাতির জনকের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা এবং শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এদিকে শ্রমিক লীগের পক্ষেও দোয়া মাহফিল এবং কেক কাটা হয়।
বরিশালে নানা অয়োজনে বঙ্গবন্ধুর জন্ম দিবস উদযাপিত
বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুদিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল সাতটা থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য নিবেদনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়।
বঙ্গবন্ধু উদ্যানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল সাতটায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ এমপি’র নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনভর নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বরিশালে।
বাগেরহাট জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটে মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন, আ’লীগ, সিভিল সার্জন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব, চেম্বর, বার-সহ বিভিন্ন রজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে স্বাধীনতা উদ্যানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহ আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, আলহাজ্জ্ব ডা:মোজাস্মেল হোসেন এমপি, আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি, হেপী বড়াল এমপি, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কমরুজ্জামান টুকু, পুলিশ সুপার নিজামুল হক মোল্যা প্রমুখ।
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ১৭ মার্চ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে কালেক্টরেট চত্বরে স্থাপিত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে দিবসের সূচনা করেন হুইপ আতিউর রহমান আতিক, এমপি। এ সময় জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরে সেখানে এক শিশু সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
এদিকে, শেরপুর পৌর টাউন হলে শহর আওয়ামী লীগের উদ্যোগে এ উপলক্ষে এক মিলাদ ও দোওয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে আরোচনা সভায় প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক, বিশেষ অতিথি জজকোর্টের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, প্রকাশ দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া জেলা শিশু একাডেমি এ উপলক্ষে শিশুদের জন্য আবৃত্তি, সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।
ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, আমরা হব তার আদর্শের উত্তারাধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে যথাযোগ্য মযার্দায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার সকালে স্থানীয় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়। সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগসহ বিভিন্ন শে্িরণ পেশার মানুষ অংশ নেয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই, জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম, পুলিশ সুপার আলতাফ।
কমলনগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়
কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মো: ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুরে কমলনগরে জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে অ ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু কিশোরদের এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আওয়াল। বক্তব্য রাখেন, উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নুরুল আমিন, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু, আওয়ামী লীগ নেতা এডভোকেট আনোয়রুল হক, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার সফিকুল ইসলাম সফি, যুবলীগ সভাপতি ফজলুল হক সবুজ, সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরন, মাষ্টার আলতাফ হোসেন, মাধ্যমিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সাংবাদিক এম এ মজিদ প্রমুখ।
এছাড়া এ উপলক্ষে চিত্রাঙ্গন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাংস্কৃতি অনুষ্ঠান পরিচালনা করে কমলনগর শিল্পকলা একাডেমি।
বারহাট্টায় জাতীর পিতার জন্মদিন উদযাপিত
বারহাট্টা (নেত্রকোনা) থেকে মো. আমিনুল ইসলাম খান রিজভী: যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার নেত্রকোনার বারহাট্টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বারহাট্টা উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূিচর মধ্যে ছিল জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পার্পণ, র্যালি ও আলোচনা সভা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক, গণ্যমাণ্য ব্যক্তিসহ সকল শে্িরণ-পেশার মানুষ কর্মসূচতে অংশগ্রহণ করেন।