কলাপাড়ায় এক কৃষকের আত্মহত্যা

কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: কলাপাড়ায় গাছের সাথে গলায় ফাঁস দিয়ে কৃষক নজরুল হাওলাদার (৫০) আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে ঋণে জর্জরিত হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে বুধবার দিবাগত রাত তিনটায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে কলাপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নয়াকাটা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে নজরুল হাওলাদার বিভিন্ন মানুষের কাছ থেকে  টাকা এনে পরিশোধ করতে পারেনি। এ টাকার জন্য পাওনাদাররা চাপ দেয়। এ কারণে ঘটনার রাতে বাড়ির পেছনের পুকুর পাড়ের আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে তারা ধারণা করছেন।

স্বামীকে বিছানায় না দেখে তার স্ত্রী মহিমা বেগম ঘর থেকে বের হয়ে তার ঝুলন্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ নামালেও এর আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় ইউডি মামলা হয়েছে বলে কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান।