দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে বুধবার রাতে পেট্রোলবোমা নিক্ষেপের সময় ঢাকাগামী নৈশকোচ সামিয়া এন্টারপ্রাইজের চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় পরে কোচটি। এতে আহত হয় ১০ জন যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে পঞ্চগড় থেকে ঢাকাগামী নৈশকোচ সামিয়া এন্টারপ্রাইজকে লক্ষ্য করে হরতাল-অবরোধকারীরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। পেট্রোলবোমাটি বাসটিতে আঘাত না করলেও বাসের চালক মো. জাহিদ হোসেন (৪৫) বাসটি নিয়ে দ্রুত গতিতে এলাকা ত্যাগ করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি মিলের প্রাচীরের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ ১০ জন যাত্রী আহত হয়।