ধনবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূলে শিক্ষা উপকরণ বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষর্থীদের মাঝে বৃহস্পতিবার বিনামূলে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ধনবাড়ী উপজেলা  পরিষদ মিলনায়তনে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সাবেক খাদ্যমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, এসি ল্যান্ড তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা হোসাইন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক রাশেদুজ্জামান মন্টু, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।