নকলায় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, শিক্ষা ও গৃহ নির্মাণে চেক বিতরণ

শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুরের নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নিজস্ব তহবিল থেকে দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে চিকিৎসা, শিক্ষা ও গৃহ নির্মাণের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা কামন্ডার আবু সালেহ মো. নূরল ইসলাম হিরু।

Nakla_Pic
দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে চিকিৎসা, শিক্ষা ও গৃহ নির্মাণের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ

নকলা উপজেলা কমান্ডার আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কো-চেয়ারম্যান ডা. রফিকুল আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গেলাম হায়দার প্রমুখ।

এ সময় উপজেলার ৭৭ জন দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে চিকিৎসা ও শিক্ষা বাবদ ২ হাজার ৫০০ করে এবং বিশেষ অনুদান হিসেবে ২ জন মুক্তিযোদ্ধাকে গৃহ নির্মাণ বাবদ ২০ হাজার টাকা করে সর্বমোট দুই লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা অনুদানের চেক প্রদান করা হয়।
প্রধান অতিথি জেলা কমান্ডার আবু সালেহ মো. নূরল ইসলাম হিরু তার বক্তব্যে শেরপুরের কুখ্যাত রাজাকার কামারুজ্জানের ফাঁসি কার্যকরের পর তার লাশ শেরপুরের মাটিতে যেন প্রবেশ করতে না পারে সে জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ এর নকলা উপজেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলম।