নালিতাবাড়ীতে ক্রেতা সেজে গাঁজা ব্যবসায়ী আটক, ১ বছর কারাদণ্ড

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের নালিতাবাড়ীতে মাদক ব্যবসার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ মোল্লা এক ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন।

নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন ক্রেতা সেজে নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের (৪৯) কাছ থেকে গাঁজা ক্রয় করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ গিয়াস উদ্দিনকে আটক করেন। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ মোল্লার ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় উপস্থিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গিয়াস উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।