বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: শ্রীপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৭০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ করা জাটকা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া কোস্টগার্ড বরিশাল স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আমিনুল হক বলেন, ঢাকাগামী লঞ্চে জাটকা নেওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে তারা বুধবার রাতে অভিযান চালান। এ সময় জাহিদ-৩ লঞ্চ থেকে ৭০ মণ জাটকা জব্দ করেন। তবে কাউকে আটক করতে পারেনি।