বাগেরহাটে ইপিআই কর্মশালা, শিশুদের মুখে আর টিকা খাওয়ানো হবে না

বাগেরহাট থেকে বাবুল সরদারে: বাগেরহাটে বুধবার দিনব্যাপী ইপিআই টিকাদান কর্যক্রমে পিভিসি এবং আইপিভি টিকা সংযোজন উপলক্ষে জেলা পর্যায়ে এ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডা: বাকির হোসেনের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তৃতা করেন, মো: শফিকুল ইসলাম, ডা: সুখেন্দু কুমার গায়েন, বি,এম,এর সাধারণ সম্পাদক আলহাজ্জ ডা: আব্দুল মতিন আকন, ডা: শাহাজান আলী, ডা: বিদুৎ কান্তি পাল, ডা: সৈয়দ রুখসানা পারভীন, ডা: প্রদীপ কুমার বকসী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান, আহসানুল করিম, ডা: অসীমাভ ডাকুয়া, বশিরুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।

কর্মশালায় জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ইপিআই টিকাদান কর্যক্রমে পিভিসি এবং আইপিভি টিকা সংযোজনের ফলে এখন থেকে শিশুদের আর মুখে টিকা খাওয়ানোর বদলে ইনজেকশন পুশ করা হবে। এটা অধিকতর নিরাপদ ও কার্যকর বলে কর্মশালায় জানানো হয়।