রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী জিপিওতে ককটেল হামলা করে পালিয়ে যাওয়ার সময় রবিউল ইসলাম (৪০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক রবিউল ইসলামের বাড়ি নগরীর কাজীহাটা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর লক্ষ্মীপুর জিপিও ভবনের সামনে কাঁচের জানালায় ককটেল হামলা করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রবিউল ইসলাম। এসময় কয়েকজন যুবক তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে রবিউলকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আটক রবিউল ইসলাম বিএনপি কর্মী। ককটেলটি কাঁচের জানালা ভেঙে অফিসের ভেতরে বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হয়নি। আহত রবিউল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।