রংপুর থেকে জয়নাল আবেদীন: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রংপুর ড্রাগস এন্ড কেমিক্যালস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আরডিসিসিএস লি:) এর দীর্ঘ ২৭বছর পর অনুষ্ঠিত নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও দৈনিক দাবানল সম্পাদক মুক্তিযুদ্ধের সংগঠক খন্দকার গোলাম মোস্তফা বাটুল সভাপতি এবং দৈনিক রংপুর চিত্র নির্বাহী সম্পাদক সুশান্ত ভৌমিক সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার এই ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পরিচালক পদে আরওঙ্গজেব লাবলু, মো: ইলিয়াস মিয়া এবং এ এফ এম সিদ্দিক হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রংপুর সদর উপজেলা সমবায় অফিসার ফরিদ উদ্দিন সরকার এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নাজমুজ্জামান সরকার ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এহসানুল কবির নির্বাচন পরিচালনা করেন। নির্বাচনে মোট ১০২ জন শেয়ার হোল্ডার ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি খন্দকার গোলাম মোস্তফা বাটুল পেয়েছেন ২৯ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি খায়রুল আলম পেয়েছেন ২২ ভোট, সহ-সভাপতি পদে সুশান্ত ভৌমিক পেয়েছেন ৩৯ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি ডা: জামাল উদ্দিন পেয়েছেন ১২ ভোট। এছাড়া পরিচালক পদে মির্জা আরওঙ্গজেব লাবলু পেয়েছেন ৩৪ ভোট, ইলিয়াস মিয়া পেয়েছেন ৩৪ ভোট এবং এ এফএম সিদ্দিক হোসেন পেয়েছেন ২৩ ভোট ।
অপরদিকে, লালমনিরহাট জেলা থেকে পরিচালক পদে আবুল কাসেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।