কলাপাড়া(পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দুই নং টিয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের উপ-নির্বাচন বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. শহিদ সিকদার (ভ্যান গাড়ি মার্কা) ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গাজী সুলতান আহমেদ (টর্চ লাইট মার্কা) ২৫০ ভোট পেয়েছেন।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. ইমরুল ইসলাম জানান, নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর দুই প্রার্থী ছিলেন মো.ওবায়েদ উল্লাহ ও মো.রফিক হাওলাদার। ৪ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো.মোজাম্মেল হোসেন পদত্যাগ করায় এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।