গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি নেতা আব্দুল মান্নান (৬৮) নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত মান্নান উপজেলার পাগলা থানার দত্তের বাজার ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে রুবেল মিয়া জানায়, সেচ পাম্প থেকে রাত ১০টার দিকে তার বাবা বাড়ি আসেন। পরে রাত পৌনে দুইটার দিকে বিদ্যুৎ চলে গেলে সেচের জন্য কৃষকরা ডাকাডাকি করতে পারেন ভেবে ঘরের জানালা খুলে রাখেন। এ অবস্থায় রাত আড়াই দিকে জানালা দিয়ে আব্দুল মান্নানের বুকে ২ রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে পরিবারের লোকজন জেগে উঠে সন্ত্রাসীদের ধাওয়া দিয়েও ধরতে পারেনি। ঘটনাস্থলেই আব্দুল মান্নানের মৃত্য হয়। নিহত মান্নান তার মালিকানাধীন সেচপাম্প পরিচালনা করতেন।
উপজেলার পাগলা থানার ওসি বদরুল আলম খান বলেন, নিহতের বিরুদ্ধে থানায় মুর্শিদ খুনের ঘটনায় বেশ পুরনো একটি হত্যা মামলা রয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।