গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের সাথে খেলায় বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূিচ পালন ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় বিক্ষুব্ধ গোপালগঞ্জবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের আলীয়া মাদ্রাসার সমানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ গোপালগঞ্জবাসী। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে আধাঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ মানবন্ধনকারীরা আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের কুশপুত্তলিকা দাহ করে। এ সময় বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ারদের দেওয়া বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করে পুনরায় ম্যাচ খেলার দাবি জানায় তারা।