ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহে বাস দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও চালকের দক্ষতায় প্রাণে বেঁচে গেল ৩০ জন বাসযাত্রী। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে শহরের পবহাটিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস ঝিনাইদহ শহরের পবহাটিতে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও কোনও যাত্রী হতাহত হয়নি।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, বাসটির চালকের দক্ষতার কারণে নিশ্চিত প্রাণহানি থেকে বেঁচে গেল বাসের ৩০ যাত্রী। বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনও যাত্রীর ক্ষতি হয়নি। সব যাত্রী তাদের গন্তব্যে চলে গেছে।