ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে তানজিলা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, মহেশ্বরচান্দা গ্রামের তোরাব আলীর শিশুকন্যা তানজিলা বাড়ির পাশের একটি গর্তের কাছে খেলা করছিল। খেলা করতে করতে অসাবধানতাবশত গর্তের পানিতে পড়ে যায়।

তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।