ঢাকায় অপহৃত ব্যবসায়ী ১০ দিন পর নেত্রকোনা থেকে উদ্ধার

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান:  ঢাকার পল্লবী থেকে অপহৃত ব্যবসায়ী গাজী মজিবুর রহমানকে অপহরণের ১০ দিন পর শুক্রবার রাতে পুলিশ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা লেঙ্গুরা থেকে উদ্ধার করেছে। এ সময় অপহরণের সাথে জড়িত অভিযোগে মাসুদ রানা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। মাসুদ রানা লেঙ্গুরা গ্রামের মহরম আলীর  ছেলে।

শনিবার দুপুরে ব্যবসায়ী গাজী মজিবুর রহমান ও গ্রেপ্তারকৃত মাসুদ রানাকে পুলিশ পল্লবী থানায় নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, মাসুদ রানা পূর্ব পরিচয়ের সূত্র ধরে ঢাকার পল্লবীর বাসিন্দা গাজী মজিবুর রহমানকে ১১ মার্চ কলমাকান্দায় নিয়ে আসে। পরে তাকে দুর্গম পাহাড়ি এলাকায় আটকিয়ে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় জিডি করলে এর সূত্র ধরে নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) ও কলামাকান্দা থানার পুলিশ কলমাকান্দার দুর্গম পাহাড়ি এলাকা লেঙ্গুরা থেকে ব্যবসায়ী গাজী মজিবুর রহমানকে উদ্ধার করে।