নকলায় সিনেমা হলে ক্রিকেট, আম্পায়ারের সিদ্ধান্তে হতাশা-ক্ষোভ

শেরপুর থেকে হাকিম বাবুল: বংলাদেশের খেলা বলে কথা। বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের সাথে বাংলাদেশের খেলাকে ঘিরে সারাদেশের মতো ১৯ মার্চ বৃহস্পতিবার শেরপুরেও উচ্ছ্বাসের কোনও কমতি ছিল না। সবার চোখই ছিল টেলিভিশনের পর্দায়। বাংলাদেশ-ভারত ম্যাচের সরাসরি দেখানো খেলায়।

Sherpur pic-2
সিনেমা হল কর্তৃপক্ষ বিনামূল্যে বড় পর্দায় বাংলাদেশ-ভারত সরাসরি খেলা দেখার সুযোগ করে দেয়

বাসা-বাড়িতে, দোকানপাটে এমনকি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারেও ছিল এ খেলা দেখার উন্মাদনা। শুধু টেলিভিশনের পর্দায়ই নয় কিছু কিছু স্থানে প্রজেক্টরে সংযোগ দিয়েও বড় পর্দায় খেলা উপভোগ করতে দেখা যায় সমর্থকদের। নকলা উপজেলা সদরের দু’টি সিনেমা হলে এ দিন ছবির প্রদর্শনী বন্ধ করে দিয়ে টিভির সাথে প্রজেক্টরের সংযোগ দিয়ে চালানো হয় বাংলাদেশ-ভারতের সরাসরি খেলা।

স্থানীয় তরুণদের আগ্রহ মিটাতে সিনেমা হল কর্তৃপক্ষ বিনামূল্যে বড় পর্দায় বাংলাদেশ-ভারত সরাসরি খেলা দেখার সুযোগ করে দেয়। তবে খেলার উভয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের বেশ কয়েকটি পক্ষপাতদুষ্ট আচরণের দর্শকদের মধ্যে ব্যাপক ক্ষোভ-হতাশার সৃষ্টি হয়।

বাংলাদেশ ফিল্ডিংয়ের সময় মাশরাফির বলে একটি এলবিডাব্লিও আবেদন নাকচ, রুবেলের বলে শেখর ধাওয়ানোর ক্যাচকে ‘নো’ বল ডাকা এবং ব্যাটিংয়ের সময় মাহমুদুল্লাহ রিয়াদের পরিস্কার ছক্কাকে ক্যাচ আউট দেওয়া হয়েছে। যা গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের মনোবল ভেঙ্গে দেওয়া হয়েছে বলে দর্শকরা অভিযোগ করেন। এতে অনেকের খেলা দেখার আগ্রহ ও আনন্দটাই মাটি হয়ে যায়। এ ম্যাচকে ঘিরে এ দিন শেরপুরে ছিল অনেকটা ছুটির আমেজ। শহরের রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরা ও যান চলাচল অন্য দিনের তুলনায় ছিলো অনেক কম। অফিস-আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠানেও কাজে তেমন মন ছিল না কারো। খেলায় বাংলাদেশ হারলেও এটাকে গৌরবজনক পরাজয় বলে অনেকেই মন্তব্য করেন।