নেত্রকোনায় এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনা পৌরসভার বাহিরচাপড়া গ্রাম থেকে শনিবার সকালে রুবেল খান নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রুবেল খান নেত্রকোনা সরকারি কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র ছিল। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, শনিবার সকালে এক ব্যাক্তি মোবাইল ফোনে রুবেলের বড় ভাই রাসেল খানকে জানায় রুবেল খান গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় নেত্রকোনা রেলওয়ের কোর্টস্টেশন এলাকায় পড়ে আছে। পরে আহত রুবেল খানকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশ বাড়িতে নিয়ে আসে।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাশের পেট, মুখ ও মাথায় জখমের চিহ্ন রয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, রুবেল শুক্রবার গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনে কথা বলেছে। তবে সে কখন ঘর থেকে বের হয়ে গেছে তা তারা বলতে পারছেন না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।