প্রশাসনের হস্তক্ষেপে ধনবাড়ীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল খুশি

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার খুশি (১১)।

শুক্রবার রাতে ধনবাড়ী পৌর শহরের কয়াপাড়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে খাদিজা আক্তার খুশির সাথে পাশের খাসপাড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে মানিক মিঞার (৩০) বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। সহকারী কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেন ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন এবং মেয়ের বাবাকে এক হাজার টাকা জরিমানা করেন।