বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটের রামপালে বিধবাকে (৩২) অপহরণের পর নৌকায় নিয়ে গণধর্ষণের প্রতিবাদে এবং ঐ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বাগেরহাট শহরের সাধনার মোড়ে প্রায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ, মহিলা হিন্দু পরিষদ এবং আইনজীবী পরিষদ যৌথভাবে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পরে জেলা মহিলা পরিষদ, চেম্বার অব কমার্স, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও হিন্দু মহাজোটের নের্তৃবৃন্দ তাদের ওই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে।
তবে পুলিশ ধর্ষণের ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি। মানববন্ধন শেষে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন ব্যানার্জী, পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক অবণীশ চক্রবর্ত্তী, বাগেরহাট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, কল্লোল সরকার, বাগেরহাট চেম্বার অব কমার্সের সহসভাপতি সরদার ওমর ফারুক, মহিলা পরিষদের সভানেত্রী ফরিদা রহমান, সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার, হিন্দু ছাত্র মহাজোট নেতা সুপ্রভাত হালদার, দিলীপ বালা, জিৎ সাহা, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক গৌরাঙ্গ সাহা প্রমুখ।
১২ মার্চ রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ডাকরা গ্রামে ধর্মীয় (মহানামযজ্ঞ) অনুষ্ঠানের পাশ থেকে চার দুর্বৃত্ত ওই নারীকে অপহরণ করে নৌকায় নিয়ে ধর্ষণ করে। ঘটনার ছয়দিন পর মঙ্গলবার রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের পাশের কুমারখালী গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় ঐ বিধবা নারীর বোনের বাড়ি থেকে অবরুদ্ধ, অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তিনি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।