রংপুর থেকে জয়নাল আবেদীন: বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে শুক্রবার রংপুরে বিশ্ব দন্ত স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় নগরীর ধাপ এলাকায় ওরাল হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার এবং ওরাল হেলথ ডেভলপমেন্ট টিমের আয়োজনে র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর টাউন হলে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে অনেক সচেতনতার পরও গ্রামাঞ্চলের শতকরা ৯০ভাগ মানুষ এখনো ছাই এবং চুলার পোড়া মাটি দিয়ে দাঁত পরিস্কার করে থাকেন। ফলে নানা উপসর্গ নিয়ে দন্ত চিকিৎসকের পরামর্শের জন্য যখন রোগী আসেন তখন আর কিছু করার থাকেনা ।
সমাবেশে আরও বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজের দন্ত বিভাগের প্রধান ডা: হাফিজুর রহমান, দন্ত সেবামূলক সংস্থা কাডার সহ-সভাপতি মনোয়ারা বেগম, দন্ত চিকিৎসক মেফতাউল ইসলাম মিলন এবং লতিফা শওকত।