রংপুর থেকে জয়নাল আবেদীন: লাইসেন্স ও নবায়ন না থাকায় রংপুর নগরীতে অর্ধ শতাধিক অটো রিকসা আটক করা হয়েছে।
বৃহষ্পতিবার রংপুর সিটি কর্পোরেশনের সামনে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্তÍ এ অভিযান পরিচালনা করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম জানান, অটো রিকসার লাইসেন্স ও নতুন অর্থ বছরের জন্য লাইসেন্স নবায়ন না করা হলে আবারো অভিযান পরিচালন করা হবে।