বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে স্থগিত ৮ ও ১০মার্চের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঠিক করা হয়েছে।
নতুন তারিখ অনুযায়ী, ৮ মার্চের স্থগিত পরীক্ষা আগামী ২৭ মার্চ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১০ মার্চের স্থগিত পরীক্ষা ২৮ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সংগীত ও বেসিক ট্রেডসহ সব ধরনের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে শেষ করতে বলা হয়েছে।