কলাপাড়া(পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ উপজেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা স্লুইস সংলগ্ন খাল থেকে আবুল হোসেন (২৪) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলেরা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে কুয়াকাটা নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। নিহত আবুল হোসেন উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের খবির উদ্দিন হাওলাদারের ছেলে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই সঞ্জয় মন্ডল জানান, স্থানীয় জেলেরা মাইটভাঙ্গা স্লুইসের মুখে মাছ ধরার জন্য জাল ফেললে তাদের জালে আবুল হোসেনের মৃতদেহ আটকা পড়ে। খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেন। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কলাপাড়া থানায় ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।
নিহত আবুল পেশায় রাজমিস্ত্রী। চারদিন আগে সে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন বলে তার পরিবারের সদস্যরা জানান।