বাগেরহাটে কমিউনিটি ক্লিনিকে সৌরবিদ্যুৎ প্যানেল বিতরণ

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটে গ্রামীণ স্বাস্থ্য সেবার মান আরও বৃদ্ধির লক্ষে বিদ্যৎবিহীন কমিউনিটি ক্লিনিকে সৌরবিদ্যুৎ সিস্টেম (প্যানেল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জিআইজেড ও বাংলাদেশ বন্ধু ফউন্ডেশনের আর্থিক সহায়তায় পিএইচডি’র ব্যবস্থাপনায় এ সৌরবিদ্যুৎ প্যানেল বিতরণ করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ্ব এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা এমপি।

Bagerhat Photo (24.03
সৌরবিদ্যুৎ প্যানেল বিতরণ করেন আলহাজ্জ্ব এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, এমপি

দশানি পিএইচডি অফিসে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. মো. বাকির হোসেন, ক্যাব সভাপতি বাবুল সরদার, জিআইজেড ও বাংলাদেশ বন্ধু ফউন্ডেশনের পক্ষে মো. মাহফুজ জামান, মো. শেখ সাজ্জাদ হোসেন, মাহফুজ জামান, ডা রুবায়েত ফাতেমা, পিএইচডি কর্মকর্তা আজহারুল হক, মো. ফেরদৌস প্রমুখ। এ ক্লিনিকগুলোতে এতদিন বিদ্যৎ না থাকায় গর্ভবতী মহিলা, শিশু ও প্রসূতি মায়েদের সার্বক্ষণিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল।