মানবকল্যাণে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান রংপুর জেলা ও দায়রা জজের

রংপুর থেকে জয়নাল আবেদীন: “গরিব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়” এটিকে স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃত গরিব দুঃখী মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে মানব কল্যাণে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন রংপুরের জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ।

তিনি বুধবার রংপুর জেলা জজ আদালত সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে ত্রৈমাসিক সভায় একথা বলেন। জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ জান্নাতুন লিলিফা আক্তার জাহান এই কার্যক্রমের আওতায় তিন মাসে ১৭টি মামলা নিস্পত্তি ও ১২৪টি মামলার অনুমোদন দেওয়া হয়েছে। সভায় নারী শিশু আদালতের বিচারক কেজি মোস্তফা, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।

সভায় জানানো হয় ২০১৫ সালের চলতি মার্চ মাসে সরকারী আইন সহায়তা কর্মসূচির আওতায় ২০টি ফৌজদারী মামলা , ৯টি দেওয়ানী মামলা এবং ১৭টি পারিবারিক মামলাসহ মোট ৪৬টি মামলা অনুমোদিত হয়েছে। এ সময় নিষ্পত্তি হয়েছে ১১টি মামলা।