রংপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা, এসপি অফিস ঘেরাও বিক্ষোভ

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর নগরীর দেওডোবা এলাকায় ৭ম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যার প্রতিবাদে দায়ীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে রংপুরের পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে শত শত এলাকাবাসী ও স্বজনরা।

RANGPUR SUMYA HOTTA -PHOTO 02
খুনিদের বিচারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে শত শত এলাকাবাসী ও স্বজনরা

তিন দিনের মধ্যে খুনিদের গ্রেফতার করার আলটিমেটাম দিয়ে এলাকাবাসী ঘোষণা দিয়েছে এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে ডিসি ও এসপির কাছে পৃথক পৃথক স্মারকলিপি দেওয়া হয়। এর আগে শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে রংপুরের পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। এরপর তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে।

সমাবেশে অভিযোগ করা হয় ২০ মার্চ শুক্রবার রাতে নগরীর দেওডোবা এলাকায় ৭ম শ্রেণির স্কুল ছাত্রীকে দুজন দুর্বৃত্ত ধর্ষণ করে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা আবেদ আলী বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করার পর চার দিন অতিবাহিত হলেও পুুলিশ অভিযুক্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি।