রংপুরে ৮ হাজার পাট চাষিকে বিনা পয়সায় পাটবীজ বিতরণ

রংপুর থেকে জয়নাল আবেদীন: উচ্চ ফলনশীল উফসি পাট ও পাটবীজ উৎপাদনে সহায়তায়  বুধবার থেকে রংপুরের ৮ উপজেলার ৮হাজার কৃষকের মাঝে বিনা পয়সায় পাটবীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব কেফায়েত উল্লাহ রংপুর সদর উপজেলার ১ হাজার নির্ধারিত পাটচাষিদের প্রত্যেকের মাঝে ৩ প্যাকেট ও ৭২ জাতের তোষা পাটবীজ বিনা পয়সায় বিতরণ করার মধ্যে দিয়ে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

পাটবীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয় সিন্ধু তালুকদার, সহকারি পরিচালক মোশারফ হোসেন, কৃষি কর্মকর্তা আফজাল হোসেন এবং পাট কর্মকার্তা  একেএম মাহবুব আলম বিশ^াস। প্রকল্প পরিচালক জানান, এ বছর রংপুর জেলায়  ৮হাজার কৃষকের মাঝে বিনা পয়সায় পাটবীজ বিতরণ করা হচ্ছে এবং ৮হাজার একর জমিতে পাট আবাদ করে  ২লাখ ৮০ হাজার মন পাট উৎপাদন করা সম্ভব ।