রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ আক্তারা বেগম জান্নাত নামের এক নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার রাতে তাকে আটকের পর রাজশাহী রেলওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সোবহান জানান, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সোমবার রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ট্রেনে লাফিয়ে ওঠেন ওই নারী। এতে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে তল্লাশি করতে গিয়ে ওই অস্ত্র পাওয়া যায়।