রাজশাহী থেকে কাজী শাহেদ: নীলফামারী-সৈয়দপুর থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি বুধবার দুপুর দেড়টার দিকে রাজশাহী রেল স্টেশন থেকে ২০০ গজ দূরে লাইনচ্যুত হয়েছে। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছেন।
রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন জানান, রাজশাহী রেল স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির পেছনের দিকে একটি চাকা খুলে যায়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর রেলের নিরাপত্তা কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। তবে এতে ট্রেন চলাচলে বিঘœ ঘটেনি বলে তিনি জানান।