শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরে বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আ.ন.ম ইলিয়াস যৌতুক নিয়ন্ত্রণ আইনের মামলায় রেজাউল করিমকে (২৬) দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৪ জানুয়ারি শেরপুর শহরের চকপাঠক মহল্লার দরিদ্র আমির হোসেনের মেয়ে শিখা আক্তারের বিয়ে হয় নকলা উপজেলার গণপদ্দী গ্রামের এবাদুল হোসেনের ছেলে রেজাউল করিমের সাথে। বিয়ের কিছুদিন পর থেকেই রেজাউল যৌতুক দাবিতে গৃহবধূ শিখার প্রতি নির্যাতন করে আসছিল। ওই অবস্থায় ২০১৪ সালের ২ জানুয়ারি দুপুরে রেজাউল ৫০ হাজার টাকার যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রী শিখাকে মারপিট করে তাড়িয়ে দেয়।
পরে রেজাউলকে আসামি করে শিখা আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় একটি নালিশি মামলা দায়ের করে। আদালত বাদীসহ ৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউলকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।