শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের শ্রীবরদী পৌর শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার শ্রীবরদী সভা, এডিপি ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক, গ্রামীণ ব্যাংসকসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ অভিযান অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকভাবে অভিযানের উদ্বোধন ঘোষণা করেন পৌর সভার মেয়র আব্দুল হাকিম। উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সেবাসটিয়ান পিউরিফিকেশনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার আব্দুর রেজ্জাক, এডিপির স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার জেমস শিকদার, অর্থনৈতিক প্রকল্পের ম্যানেজার হাফিজুর রহমান সোহাগ, মোহনা টিভির শেরপুর প্রতিনিধি রেজাউল করিম বকুল, শিল্প ও বনিক সমিতির সভাপতি কুরবান আলী প্রমুখ।
এতে অংশ নেন পৌর সভা, এডিপি ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন সংগঠনের সহাস্রাধিক কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা। এ অভিযান চলে শহরের প্রধান প্রধান সড়কের দু’পাশে। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি একটি শোভাযাত্রা ও পিকাপ ভ্যানে গানের মাধ্যমে সচেতনতামূলক প্রচার কার্যক্রমও পরিচালিত হয়।