কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক-এর উদ্যোগে মঙ্গলবার শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।
‘‘যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ করবো চিকিৎসা করে’’ এ স্লোগান সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ডা. ওসমান গনি, ব্র্যাক কর্মকর্তা হীরা লাল বিশ্বাস, প্রমুখ।
বাগেরহাটে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
বাগেরহাট থেকে বাবুল সরদার: “যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে , সুস্থ্য করবো চিকিৎসা করে” এই স্লে¬াগানকে সামনে রেখে মঙ্গলবার বাগেরহাটে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডা: বাকির হোসেন। বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, অধ্যাপক সালেহ আহম্মদ, জেলা শিক্ষা অফিসার মে. মিজানুর রহমান, ম্যাটস-এর অধ্যক্ষ ডা: এমদাদুল হক, ক্যাব সভাপতি বাবুল সরদার, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: আ. মতিন আকন, মেডিকেল অফিসার ডা: প্রদিপ কুমার বক্সী, ডা: নজরুল ইসলাম, ব্রাক প্রতিনিধি মারুফ পাভেজ, সফল প্রতিনিধি শামিম হাসান, সুস্থ রোগী আছিয়া বেগম, জিল্লুর রহমান, শিক্ষার্থী ফারজানা জামান, সাইফুল ইসলাম প্রমুখ।
বরিশালে বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপিত
বরিশাল থেকে এম.মিরাজ হোসাইান: “যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ করবো চিকিৎসা করে” এই প্রত্যয় নিয়ে বরিশালে বিশ্ব যক্ষ্মা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল নয়টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা.এটিএম মিজানুর রহমান বলেন, একসময় প্রচলিত ছিল যক্ষ্মা হলে রক্ষা নেই। আর এখন সুচিকিৎসায় যক্ষ্মা ভালো হয়। সরকারের সহায়তায় ডটসের মাধ্যমে এই চিকিৎসায় সুফল বয়ে আনছে। তিনি বলেন, প্রতি বছরই যক্ষ্মা রোগীর সংখ্যা কমে আসছে। ২০১৪সালে বরিশালে ১ হাজার ৯৫৩ জন যক্ষ্মায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে মাত্র ৫জন মারা গেছেন। এখানে আরও বক্তব্য রাখেন ব্র্যাকের কর্মকর্তা রিপন চন্দ্র মল্লিক, সাইদুল ইসলামসহ অন্যরা।