ফল বিপর্যয়ের প্রতিবাদে কারমাইকেলে মিছিল-সমাবেশ ও মানববন্ধন

রংপুর থেকে জয়নাল আবেদীন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনার ফলে ১ম বর্ষের ফল বিপর্যয়ের প্রতিবাদে বুধবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রংপুর কারমাইকেল  কলেজে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও মানববন্ধন হয়েছে।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন ১ম বর্ষের শিক্ষার্থী রমজান আলী আসিফ ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ সহ-সভাপতি আবু সাঈদ। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ সভাপতি আবু রায়হান বকসি,  বাংলাদেশ ছাত্র ফেডারেশন কলেজ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রনি, ছাত্র ইউনিয়ন কলেজ নেতা বাপ্পী, সাধারণ শিক্ষার্থী নাসির আহমেদ, সাবিনা আহমেদ, নাইম ইসলাম, হুমায়ন,তুর্য প্রমুখ।

RANGPUR MISILL (3)
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রংপুর কারমাইকেল কলেজে বিক্ষোভ মিছিল

বক্তারা বলেন, ২০১২-১৩ সেশনের ১ম বর্ষের বিভিন্ন বিভাগে কারমাইকেলে দেড় শতাধিক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। জাতীয় বিশববিদ্যালয়ের ক্লাশ না হওয়া, পর্যাপ্ত শিক্ষক না থাকা, সৃজনশীল পদ্ধতির পরিপূরক আয়োজন না থাকার ফলে ফলাফল বিপর্যয় ঘটেছে বলে শিক্ষার্থীরা দাবি করেন।