বেগম জিয়া মহাপাপী: গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের গল্প বলা ও আলোচনা সভায় নৌ মন্ত্রী

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: বেগম খালেদা জিয়াকে মহাপাপী উল্লেখ করে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে তাকে দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি দেশের ভাল চান না। তিনি আগুনে  পোড়া মানুষ দেখতে চান। বুধবার দুপুরে সেলিম রেজা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গোপালগঞ্জের শেখ মনি অডিটরিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের গল্প বলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন মানুষের উপর যদি পাশবিক নির্যাতন করা পাপের কাজ হয়, তাহলে মুক্তিযুদ্ধের সময় যারা মানুষ হত্যা করেছে, দুই লক্ষ মা-বোনের সম্ভমহানী করল তারা পাপী কিনা এমন প্রশ্ন তোলেন নৌ পরিবহন মন্ত্রী।

Gopalganj Shipping Minister Shajahan Khan Photo 25.03.2015
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের গল্প বলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন নৌ মন্ত্রী

এর আগে শেখ মনি অডিটরিয়ামে সেলিম রেজা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে রাজিয়া কাজল, মুত্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু প্রমুখ। এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্খী, সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।