বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার বিকেল ও সকালে পৃথক সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এদিন বিকেলে দৈবজ্ঞহাটীর মিত্রডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আনোয়ার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় সংঘর্ষে আরও ৫ জন আহত হন। এরা হলেন, নিহতের ভাই আব্দুর রশিদ (৪৭), ওমর খান (৬০), মজিবর (৫৫), সোহাগ (২২) ও ওহাব শেখ (৫৫)।
আহতদের খুমেক হাসপাতালে এবং মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। দুই সন্তানের পিতা নিহত কৃষক আনোয়ার শেখ দৈবজ্ঞহাটি ইউনিয়নের মিত্রডাঙা গ্রামের আশ^াস আলীর ছেলে। নিহতের স্ত্রী ফরিদা বেগম জানান, প্রতিপক্ষ কাসেম ও জাহিদুরের নেতৃত্বে ১৫/১৬ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বামীকে হত্যা করে।
অন্য ঘটনায় সকালে চিংড়ি ঘের সংক্রান্ত বিরোধে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে আলীর বাজার এলাকায় সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১৫জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত নাসির মোল্লা (২৫), মহিদুল মোল্লা (৩০), মোকছেদ মোল্লা (৫০), সেলিম মোল্লা (৪৫), শহিদুল মোল্লা (৩০), কুলসুম বিবি (৬০), পারভিন বেগম (৩০), নাসির জজ (৪০), আলতাফ হোসেন (৪৫) ও কামাল জজকে (১৮) মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ৫ বিঘা জমির একটি চিংড়ি ঘের নিয়ে মোকলেছ মোল্লা ও আলতাফ হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে আলতাফের লোকজন ওই ঘের দখল করতে গেলে দু’পক্ষ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে নাছির মোল্লার অবস্থা আশংকাজনক। মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: জাহিদুর রহমান বলেন, পুলিশ উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।