রংপুর চেম্বারের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর জেলার  যেসব  বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের মধ্য থেকে তিন জন মুক্তিযোদ্ধাকে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে বুধবার সম্মাননা প্রদান করা হয়। দুপুরে রংপুর চেম্বার মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু।

ZAINAL r Chamber Pic-25-03-2015
রংপুর চেম্বার তিন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করে

রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সদরুল আলম দুলু, সাবেক চেম্বার প্রেসিডেন্ট শাহ নেওয়াজ বাবলু।
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, শ্রী তারাপদ চন্দ্র বর্ম্মন ও আবুল হোসেন এই তিন জনকে রংপুর চেম্বারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তিন  মুক্তিযোদ্ধার ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।