শেরপুর থেকে হাকিম বাবুল: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্বাধীনতা দিবসের কর্মসূিচ চলাকালে বখাটেদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহত তালাশ মাহমুদকে (১৬) ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ঝিনাইগাতীর বিষ্টপুর গ্রামের শাহজাহানের ছেলে এবং আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ইভটিজিং এর ঘটনার প্রতিবাদ করায় কাড়াগাও গ্রামের হিমু, মিলন, রাসেল ও ফারুকের নেতৃত্বে ৮/১০ জন বখাটে সশস্ত্র অবস্থায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুলছাত্র তালাশ মাহমুদকে আক্রমণ করে। এ সময় ছুরিকাঘাতে তালাশ মাহমুদ আহত হয়। ঘটনার পর পরই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পন্ড হয়ে যায়।
ঝিনাইগাতী থানার ওসি ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বখাটেদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে।