কিশোরগঞ্জে জেলা প্রেসক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনা

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রেসক্লাবের উদ্যোগে কিশোরগঞ্জে আলোচনা সভা হয়েছে। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ক্লাবের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ক্লাব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন ক্লাবের সহ-সভাপতি শফিক আদনান, অলিনেওয়াজ অলিউল্লাহ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবু তাহের, সুলতান রায়হান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা নূরুল হক, আল আমিন প্রমুখ।

Kishoreganj (Indipendence Day Meeting of Zela Press Club)-27-03-2015
বক্তাগণ বলেন, স্বাধীনতা অর্জনের দু’টি স্তর ছিল। একটি ছিল স্বাধীন ভূখ- অর্জন, আর অপরটি ছিল স্বাধীনতার লক্ষ্য অর্জন। আমরা স্বাধীন ভূখ- অর্জন করলেও স্বাধীনতার লক্ষ্য অর্জনের বিষয়টি হচ্ছে নিরন্তর সংগ্রামের বিষয়, এর কোন নির্দিষ্ট মাত্রা বা সময়সীমা বেঁধে দেওয়া যায় না। তবে পঁচাত্তরের ১৫ আগস্টের নারকীয় ঘটনার কারণে দেশের সামগ্রিক গণতান্ত্রিক প্রগতিশীল পরিবেশ, সমৃদ্ধি ও অগ্রগতি দারুনভাবে বিঘিœত হয়েছিল। এর ধারাবাহিকতা এখনো চলছে।

যে কারণে স্বাধীনতার লক্ষ্য অর্জনের কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। বক্তাগণ বলেন, দুঃখজনক হলেও সত্য, আজ দেশে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ শক্তির অস্তিত্ব নিয়ে আলোচনা হয়। অথচ একটি স্বাধীন দেশে কোনও বিপক্ষ শক্তি থাকতে পারে না, সবাই থাকবে স্বাধীনতা পক্ষের শক্তি। স্বাধীনতার বিপক্ষ শক্তিকে আজ পরাস্ত করতে হবে। সকল অশুভ শক্তিকে পরাস্ত করে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি আর প্রগতির পথে এগিয়ে যাবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।