নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনায় পৃথক ঘটনায় বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে এক গৃহবধু ও এক হিজরার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধু শিফা আক্তারের স্বামী সেনাবাহিনীর সদস্য হারুন অর রশিদকে আটক করেছে। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চাতাল গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কেন্দুয়া উপজেলার রামনগর গ্রামে স্থানীয় লোকজন রাস্তার পাশে সেনাসদস্য হারুন অর রশিদকে অচেতন অবস্থায় ও তার স্ত্রী শিফা আক্তারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। স্ত্রীসহ সেনাসদস্য ঢাকা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। লাশের গলায় ফুলা চিহ্ন রয়েছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
অপর ঘটনায় শুক্রবার সকালে নেত্রকোনা পৌরসভার বাহিরচাপড়া গ্রামের একটি ঝোপের পাশ থেকে সোহেল নামে এক হিজরার লাশ উদ্ধার করেছে পৃলিশ । সে বাহিরচাপড়া গ্রামের রশিদ মিয়ার সন্তান। সে বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এলাকাবাসী শুক্রবার ভোরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।